কল্পিত শৈব
কল্পিত কারা শৈব্যরা নাকি বৈষ্ণবরা? উগ্রপন্থী শৈব্যরা বৈষ্ণবগণের “কল্পিত বৈষ্ণব” কথাটি বলে থাকে, তারা কোনরুপ শাস্ত্র প্রমাণ ছাড়ায় “কল্পিত বৈষ্ণব” বলে বৈষ্ণবদের উপহাস করতে থাকে। শাস্ত্রের কোথায় বৈষ্ণবদের কল্পিত বলা হয়েছে প্রমাণ চাইলে তারা দেয় না। কারণ, এই " কল্পিত বৈষ্ণব " বাক্যকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারা এরুপ বৈষ্ণবদের কটাক্ষ করতে নানা অপপ্রচার চালায়। অবশ্য এদের বৈষ্ণব বিদ্বেষী একটি পেজ আছে, সেটি থেকে বৈষ্ণব ➡️এবার দেখা যাক বৈষ্ণবরা কল্পিত নাকি বৈদিক? শুক্লযজুর্বেদ ৫ম অধ্যায় ২১ নং মন্ত্রে বলা হয়েছে, “ বিষ্ণো রবাটমসি বিষ্ণোঃ শ্মপ্ত্রে স্থো বিষ্ণোঃ স্যূরসি বিষ্ণোধ্রুর্বোহসি। বৈষ্ণবমসি বিষ্ণবে ত্বা॥” অর্থ্যাৎ, হে শুদ্ধসত্ত্ব, তুমি বিষ্ণুর ললাট-স্থানীয় হও। হে জ্ঞান ও ভক্তি, তোমরা ভগবানের সাথে আমার সৎকর্মের সংযোজক হও। হে ভক্তি, তুমি বিষ্ণুর বন্ধনের কারণ হও। হে শুদ্ধসত্ত্ব, তুমি বিষ্ণুর(সর্বব্যাপক ভগবানের) সত্যরুপ হও, তুমি বিষ্ণু-সম্বন্ধীয়(বৈষ্ণব), বিষ্ণুর প্রীতির জন্য তোমাকে নিযুক্ত করছি॥ বেদে স্পষ্টভাবে বৈষ্ণবকে স্বীকৃতি দেওয়া হয়েছে। শুক...